কিডনি রোগের প্রাথমিক কিছু লক্ষণঃ

  • সকালে ঘুম থেকে ওঠার পর চোখ ফুলে যাওয়া
  • ক্ষুধামান্দ্য, বমি ভাব, দুর্বল ভাব
  • ঘন ঘন প্রস্রাবের বেগ আসা
  • ক্লান্তি অনুভব করা
  • পা ফুলে যাওয়া
  • উচ্চ রক্তচাপ
  • অ্যানিমিয়া

প্রাথমিক এ লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে জেনে নিতে হবে কিডনি জটিলতা সম্পর্কে। অনেক ক্ষেত্রেই রোগের লক্ষণ এন্ড স্টেজে যাওয়ার আগে পর্যন্ত বোঝাই যায় না।
কিডনি রোগের এ ভয়াবহতা এড়াতে ও ডায়ালাইসিস ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে
আজই একজন ভালো ডাঃ পরামর্শ গ্রহন করুন।

Array

Click to Chat
  • Call us: 01719810084
  • Scroll to Top