মানুষের শরীরে ২ টি কিডনি থাকে।কিডনি শরীরের অভ্যন্তরীণ পরিবেশ বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
দুটি কিডনির ভিতর দিয়ে প্রতিদিন ১৭০০-১৮০০ লিটার রক্ত প্রবাহিত হয়। কিডনির গ্লোমেরুলাস শরীরে ছাকনির মত নিরলস কাজ করে, শরীরের প্রয়োজনীয় অংশ ফেরত পাঠায় আর অপ্রয়োজনীয় অংশ প্রস্রাবের সাথে বের করে দেয়।
চলুন দেখা যাক কিডনির কাজ সমুহ কি??
🛑 শরীরের বিপাকীয় বর্জ্য ও আমাদের খাওয়া /গ্রহণ করা অপ্রয়োজনীয় বর্জ্য শরীর থেকে প্রস্রাবের সাথে বের করে দেয়া।যেমন-ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, বিভিন্ন হরমোনের অবশিষ্টাংশ, বিভিন্ন ড্রাগ /ঔষধ, কীটনাশক, খাবারে যোগ করা বস্তসমুহ ইত্যাদি।
🛑 শরীরে পানির ভারসাম্য বজায় রাখা।
🛑 শরীরে বিভিন্ন ইলেক্ট্রোলাইট যেমন – সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফেট ইত্যাদির ভারসাম্য বজায় রাখা।
🛑 রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
🛑 শরীরে অম্ল -ক্ষারের ভারসাম্য বজায় রাখা।
🛑 রক্তের লোহিত কনিকা উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ইরাইথ্রোপয়েটিন কিডনি তৈরি করে।যার অভাবে রক্তশুন্যতা দেখা দেয়।
🛑 কার্যকর ভিটামিন ডি (ক্যালসিট্রায়োল) উৎপাদন করে কিডনি যা হাড় গঠনে অত্যন্ত প্রয়োজন।
🛑 গ্লুকোজ তৈরি করা- দীর্ঘ সময় না খেয়ে থাকলে কিডনি গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ তৈরি করে।
ডাঃ মোঃ নাসির উদ্দিন
এমবিবিএস, এফসিপিএস (ইউরোলজী)
কিডনী, মূত্রথলী, মূত্রনালী, প্রোস্টেট পুরুষাঙ্গ ও অন্ডকোষ
বিশেষজ্ঞ ও সার্জন
সহকারী অধ্যাপক ইউরোলজী)
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী
এপয়েন্টমেন্টঃ 01719810084 01766661602
E_mail: nasiruddinuro@gmail.com
Website: www.urologistbd.com